মুশফিকের শততম টেস্টে হামজার অভিনন্দন বার্তা

বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটসম্যান মুশফিকুর রহিমের শততম টেস্টকে ঘিরে ক্রীড়া মহলে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। শুধু ক্রিকেটপ্রেমীরা নয়, দেশের অন্যান্য খেলাধুলার প্রতিনিধিরাও এই ঐতিহাসিক মুহূর্তে মুশফিককে শুভেচ্ছা জানাচ্ছেন।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী এক ভিডিও বার্তায় মুশফিককে দেশের অন্যতম বড় কিংবদন্তি উল্লেখ করে অভিনন্দন জানান।
ভিডিও বার্তায় হামজা বলেন, “মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তি আপনি। আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনার ১০০তম টেস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।”
তিনি আরও জানান, এমন একজন তারকা ক্রীড়াবিদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন এবং আশা করছেন-মুশফিকের এই বিশেষ ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করবে।
দেশের দুই প্রধান খেলা-ক্রিকেট ও ফুটবলের তারকাদের এই পারস্পরিক শ্রদ্ধা ও সমর্থন ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মুশফিকের শততম টেস্টকে কেন্দ্র করে দেশের ক্রীড়াপ্রেমীদের একটাই প্রত্যাশা-তিনি যেন আবারও দারুণ একটি ইনিংস খেলে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে নেন।
ভিওডি বাংলা/জা





