আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
ভোর থেকে তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ সব উপজেলাতে শীতের তীব্রতা লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাস বইছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ছয় দিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ছিল। বুধবার ছিল ১৪.৩ ডিগ্রি, মঙ্গলবার ১৪.৬, সোমবার ১৪.৫, রোববার ১৪.৭, শনিবার ১৪.২ ও শুক্রবার ১৪ ডিগ্রি। আজ তাপমাত্রা কমে ১৩.৯ ডিগ্রিতে পৌঁছায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
শীত বেড়ে যাওয়ায় মানুষ গরম কাপড় ব্যবহার শুরু করেছে। হাট-বাজারে কম্বল, সোয়েটার, জ্যাকেট, মাফলারসহ শীতবস্ত্রের বিক্রি বেড়েছে। পাশাপাশি চা, কফি, আদা-লেবুর চায়ের দোকানগুলোতেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। কুয়াশা না থাকলেও কম আর্দ্রতার কারণে মানুষ শীত আরও বেশি অনুভব করছে।
ভিওডি বাংলা/জা







