• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরা-২আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগ

সাতক্ষীরা প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ১২:৪২ পি.এম.
আলহাজ্ব মো. আব্দুর রউফ। ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা-২আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা শহরের পাকাপোলস্থ শহীদ নাজমুল স্মরণীর খান মার্কেট, কমার্স মার্কেটসহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী  ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। পরিবর্তন চাইলে সকলে ধানের শীষের পাশে দাঁড়ান। আমরা সবাই মিলে সাতক্ষীরার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করব। বিগত সময়ে মানুষ বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছিল।

জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। এই প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করার আহবান জানান এবং শহীদ জিয়ার ধানের শীষকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেন।

নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় গণসংযোগ কে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও অগ্রহ দেখা যায়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে
রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে
নাগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়
নাগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়
খেলাধুলার উন্নয়নের তাগিদ বিসিবি পরিচালক আসিফ আকবরের
খেলাধুলার উন্নয়নের তাগিদ বিসিবি পরিচালক আসিফ আকবরের