• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ পানির চরম সংকট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ পানির চরম সংকট: বাহিরের লাইনের নোংরা পানি দিয়েই চলছে সবকিছু।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ পানির সংকট এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। রোগী ও স্বজনদের অভিযোগ—হাসপাতালে ব্যবহৃত পানি আসছে দুর্বল ও নোংরা বাহিরের একটি লাইন থেকে, যেটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণহীন। সেই পানি দিয়েই বাথরুম, ওয়ার্ড, হাত-মুখ ধোয়া, প্লেট ধোয়া—সবকিছু চলছে।

রোগীদের দাবি, পানি এমন নোংরা ও দুর্গন্ধযুক্ত যে এটি দিয়ে গোসল বা ওযু করাও কঠিন। ফলে অনেক রোগী খাবারের পানি থেকে শুরু করে গোসলের পানি পর্যন্ত বাইরে থেকে কিনে আনতে বাধ্য হচ্ছেন।

বড় মানুষরা খায় মিনারেল—আমরা খাই বাথরুমের পানি” গতকাল হাসপাতালে দেখা যায়, এক বয়স্ক রোগী ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, “এই পানিটা দিয়ে প্লেট ধুই, এই পানিটা দিয়ে গোসল করি। বাথরুমে যে বদনা থাকে, সেখানকার পানি দিয়েই কাজ চালাতে হয়। বাইরে থেকে পানি আনতে না পারলে রোগীরা না খেয়ে থাকে।”

অবস্থাটি দেখে স্বজন ও উপস্থিত রোগীরা প্রশ্ন তুলছেন—সরকারি স্বাস্থ্যসেবার এ অবস্থায় মানুষ কীভাবে চিকিৎসা নেবে?

ওয়াশরুমের অবস্থা আরও ভয়াবহ :-
রোগীদের অভিযোগ বাথরুমে দিনের পর দিন ময়লা পড়ে থাকে নিষ্কাশন ব্যবস্থা নষ্ট থাকায় পানি জমে দুর্গন্ধ ছড়ায় হাত ধোয়ার পানি নেই অনেক ক্ষেত্রে প্লেট ধোয়ার মতো আলাদা ব্যবস্থা নেই ফলে বাধ্য হয়ে রোগীরা বাথরুমের নোংরা পানি ব্যবহার করছেন।

একজন স্বজন বলেন, “হাসপাতালের ভেতরে এভাবে বেঁচে থাকা যায় না। একদিকে অসুস্থতা—অন্যদিকে গন্ধ, নোংরা পানি। এই পরিবেশে রোগী আরও অসুস্থ হয়ে পড়ে।”

চিকিৎসক ও কর্মকর্তাদের নীরব ভূমিকা অবস্থার বিষয়ে চিকিৎসকদের ডেকে কথা বলতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ক্যামেরা বা রেকর্ডার দেখলেই তারা সরে যাচ্ছেন—এমন অভিযোগ রয়েছে রোগীদের পক্ষ থেকে।

স্থানীয়দের ভাষ্য, এই সমস্যার কথা বললে কেউ শুনতে চায় না। ডাক্তারদের বললে বলে—এটা আমাদের কাজ না। প্রশাসনকে বললে তারা সময় চায়, দিন যায়—সমস্যা যায় না।

ফেসবুক পেজে নেই কোনো সচেতনতা বা সতর্কবার্তা:
স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেজে পানির সংকট, ওয়াশরুম সমস্যা বা বিকল্প পানি ব্যবস্থার বিষয়ে কোনো আপডেট বা ঘোষণা পাওয়া যায়নি।

এ নিয়ে রোগীদের প্রশ্ন যে সমস্যা এতটাই বড়—তা হলে প্রশাসন নীরব কেন?

স্থানীয়দের দাবি জরুরি তদন্ত প্রয়োজন:-

বাঁশখালীর নাগরিকদের কথা—পানির লাইনের উৎস পরিবর্তন নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা বাথরুম সংস্কার খাবারের মান পরীক্ষা নিয়মিত মনিটরিং টিম গঠন এসব ছাড়া রোগীর কষ্ট কমবে না সর্বোপরি, একটি প্রশ্নই ভেসে উঠে সরকারি হাসপাতাল যদি এভাবে চলে, তাহলে গরিব মানুষের চিকিৎসা কোথায়?

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে
রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে
নাগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়
নাগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়
খেলাধুলার উন্নয়নের তাগিদ বিসিবি পরিচালক আসিফ আকবরের
খেলাধুলার উন্নয়নের তাগিদ বিসিবি পরিচালক আসিফ আকবরের