বাঁশখালীতে আগাম টমেটোর বাম্পার ফলন

চট্টগ্রামের বাঁশখালীতে আগাম টমেটোর বাম্পার ফলন দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসির ঝিলিক ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর বাঁশখালীতে ৩০০হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। কৃষি অফিসের সার্বক্ষণিক তদারকি থাকায় বর্তমান মৌসুমি বাম্পার ফলন হয়েছে বলে জানান চাষিরা। চলতি মৌসুমে ৩০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। দেশজুড়ে বারি-৪,৫,৮, নিউ রুপালী ১, প্রফট আার্লি, বাহুবলী, টিপু সুলতান, দুর্জয়, রোমা ভি এফ, গ্রেট পেলে সহ বিভিন্ন জাতের টমেটোর চাষ হলেও বাঁশখালীতে প্রফিট আর্লি, বারি , বাহুবলী, দুর্জয় জাতের টমেটোর চাষ বেশি হয়।
উপজেলার বেশিরভাগ টমেটো উৎপাদিত হয় পশ্চিমাঞ্চল তথা সাগর উপকুলীয় এলাকায়। এসব এলাকা থেকে উৎপাদিত টমেটো আঞ্চলিক চাহিদা পুরন করে জেলা শহরেও রপ্তানি হয়। প্রান্তিক চাষীরা ন্যায্য মুল্য পাওয়ায় অত্যন্ত খুশি। চাহিদা ও লাভ বিবেচনায় কৃষকেরা টমেটাে চাষের দিকে ঝুকছে।
উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়নে কমবেশি টমেটো চাষ হলেও গন্ডামারা, বড়ঘোনা,খানখানাবাদ, বাহারছড়া, ছনুয়া, কাথরিয়া, ইউনিয়নে বিশাল এলাকা জুড়ে টমেটো ক্ষেতের দেখা মেলে।
গন্ডামারা টমেটো চাষি সাহাব উদ্দিন বলেন, আমার নিজস্ব জমি নেই, জমি বর্গা নিয়ে ৪০ শতক জমিতে টমেটো চাষ করেছে, ভালো ফলন হওয়া দাম ভালো থাকায় আমরা খুশি। এই পর্যন্ত ২ লাখ টাকার টমেটো বিক্রি করেছি। টমেটো বর্তমানে ১২০-১০০টাকা করে বিক্রি করছি।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, চলতি মৌসুমে উপজেলা জুড়ে ৩০০ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৪০-৫০ টন টমেটো উৎপাদিত হবে বলে আশাবাদী। কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ থাকায় পর্যাপ্ত ফলন হয়েছে এর ন্যায্যমুল্য পাওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক।
ভিওডি বাংলা/ এমএইচ







