• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও কর্মবিরতির হুঁশিয়ারি সরকারি প্রাথমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০১:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতে তিন দফা দাবিতে রাজধানীতে টানা তিন দিন অবস্থান কর্মসূচি এবং দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছিলেন প্রাথমিক শিক্ষকরা। ১১তম গ্রেড দেওয়ার আশ্বাস পাওয়ার পর ১২ নভেম্বর তারা ক্লাসে ফিরলেও, সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় তারা আবারও কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষকরা এবার তাদের কর্মসূচি ‘নো টেনথ গ্রেড, নো ওয়ার্ক’ নীতি অনুসারে চালাতে পারেন। অর্থাৎ, দশম গ্রেড না পেলে তারা ক্লাস বা শিক্ষাকর্মে অংশ নেবেন না।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর নেতা মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ জানান, গত ১১ নভেম্বর অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের আশ্বস্ত করেছিল, তবে তা পর্যাপ্ত নয়। সরকার দাবিগুলোর বাস্তবায়নে কি পদক্ষেপ নিয়েছে তা যাচাই করে শুক্রবার (২১ নভেম্বর) প্রেস ক্লাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

পরিষদের এক আহ্বায়ক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, দ্রুত প্রজ্ঞাপন চাওয়া হবে এবং সময়সীমা দেওয়া হতে পারে। সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আবার কর্মবিরতির সম্ভাবনা রয়েছে।

শিক্ষকরা কর্মবিরতিতে গেলে প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়তে পারে। সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালাচ্ছেন। তাদের দাবিগুলো হলো:

দশম গ্রেডে বেতন নির্ধারণ

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান

শতভাগ বিভাগীয় পদোন্নতি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি গুচ্ছের প্রথম অপেক্ষমান তালিকায় ৭ হাজারের বেশি শিক্ষার্থী
কৃষি গুচ্ছের প্রথম অপেক্ষমান তালিকায় ৭ হাজারের বেশি শিক্ষার্থী
ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে
ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে
মাধ্যমিকের বইয়ে হাসিনা’র পালানোর ইতিহাস
হেলিকপ্টার থেকে গুলি মাধ্যমিকের বইয়ে হাসিনা’র পালানোর ইতিহাস