• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজধানীতে ভয়াবহ ভূমিকম্প, আতঙ্কে মানুষ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো    ২০ নভেম্বর ২০২৫, ০২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা রাবির কাজলা গেটে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এরপর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন। তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানান, বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে। 

রাবি শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  

মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। আহত শিক্ষার্থীরা কয়েকজনের নাম দিয়েছে। তবে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক প্রতিহিংসায় দুই ক্লিনিকে ভাঙচুর
রাজনৈতিক প্রতিহিংসায় দুই ক্লিনিকে ভাঙচুর
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন