• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আইন উপদেষ্টার স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০৩:০২ পি.এম.
আইন উপদেষ্টা আসিফ নজরুল-ছবি সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছে।  

বৃহস্পতিবার (২০ নভেম্বর)  সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন, “তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। চালু হবে পরবর্তী সংসদ থেকে।”

স্ট্যাটাসটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্টে আলহামদুলিল্লাহ জানিয়েছেন, কেউ কেউ যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বাতিলকৃত রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরেকবার চেষ্টা করতে চাই- মাহফুজ আলম
আরেকবার চেষ্টা করতে চাই- মাহফুজ আলম
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণ
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণ
জুলাই যোদ্ধাদের দায়মুক্তির আইন প্রণয়ন হচ্ছে
জুলাই যোদ্ধাদের দায়মুক্তির আইন প্রণয়ন হচ্ছে