• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজধানীতে ভয়াবহ ভূমিকম্প, আতঙ্কে মানুষ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষীর জেরা শেষ

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হকের জেরা সম্পন্ন হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে করা এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বুধবার (২৬ নভেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন সকাল সাড়ে ১০টার পর রাজসাক্ষী আবজালুলকে জেরা শুরু করেন পলাতক আট আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেপ্তার আসামিদের আইনজীবীরা। দীর্ঘ জেরা শেষে ট্রাইব্যুনাল নতুন দিন ঠিক করেন।

মামলায় আরও দু-তিনজন সাক্ষীর জবানবন্দি নেওয়া বাকি আছে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। প্রসিকিউশনের ধারণা, আগামী মাসের মাঝামাঝি সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হতে পারে।

এর আগে, গতকাল বুধবার ২৩ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আবজালুল। রাজসাক্ষী হিসেবে সব তথ্য তুলে ধরা তার দায়িত্ব থাকলেও জবানবন্দিতে অনেক তথ্য উঠে আসেনি বলে আদালতপাড়া সূত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে প্রসিকিউশনের দাবি-তিনি তার জানা সবকিছুই বলেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজসাক্ষী আবজালুলের ট্রাইব্যুনালে ক্ষমাপ্রার্থনা
রাজসাক্ষী আবজালুলের ট্রাইব্যুনালে ক্ষমাপ্রার্থনা
যে কারণে রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ
যে কারণে রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ
সাবেক ভূমিমন্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির শেয়ার অবরুদ্ধের আদেশ
সাবেক ভূমিমন্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির শেয়ার অবরুদ্ধের আদেশ