নবাবগঞ্জে গুড় তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

দিনাজপুরের নবাবগঞ্জে অনুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত একটি দোজালী ভেজাল গুড়ের কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিনোদনগর ইউনিয়নের চকদলু গ্রামে একটি ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস ও কুশদহ ইউনিয়নে মালভবানীপুর গ্রামে আরও একটি কারখানায় ৩ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। ও উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুনতাসীর মাহফুজ সহ জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকদলু নারায়ণপুর গ্রামের ভিতরে অবৈধ উপায়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে দোজালী গুড় কারখানায় দোজালী ভেজাল গুড় তৈরী করা হচ্ছিল ও কুশদহ ইউনিয়নের মালভবানীপুরে আরও একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল গুড়। এমন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ এর সহায়তায় বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার আগেই কারখানা থেকে ভেজাল গুড় তৈরির রাসায়নিক দ্রব্যাদি সরিয়ে ফেলে। পরে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন হওয়ায় গুড় কারখানা মালিক রাজ্জাক কে ৩ হাজাট টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও চকদলু গ্রামে একটি ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, অভিযানের আগেই কারখানা থেকে ভেজাল গুড় তৈরির উপকরণ সরিয়ে ফেলায় হাতেনাতে ধরতে পারিনি। তবে বাসার ভিতরে অবৈধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির সরঞ্জাম পাওয়ায় সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয় ও মালভবানীপুর গ্রামে গুড় কারখানায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ





