• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে ভূমিকম্পে প্রাণ গেল ৩ পথচারীর

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ১২:০৫ পি.এম.
পুরান ঢাকার বংশালে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধস-ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হতেই হঠাৎ করে ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় সড়ক দিয়ে হাঁটা তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : ড. মুহাম্মদ ইউনূস
ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : ড. মুহাম্মদ ইউনূস
দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসি’র
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসি’র
নির্বাচন ডাকাতি যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচন ডাকাতি যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা