• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক    ২১ নভেম্বর ২০২৫, ০১:১৩ পি.এম.
কলকাতার ঘরবাড়ি ও রাস্তা কেঁপে ওঠার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল- ছবি সংগৃহীত

বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পের ধাক্কায় শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। কম্পন রাজ্যের সর্বত্র অনুভূত হয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত।

স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএসজিএস রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫ জানিয়েছে। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫.৭।

ভূমিকম্পের এপিসেন্টার বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার কাছে। ঢাকার কেন্দ্র থেকে ১৩ কিমি এবং নরসিংদি থেকে ৭ কিমি দূরে এটি ঘটেছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে অবস্থান করছিল উৎসস্থল।

হুগলি, নদিয়া, মুর্শিদাবাদসহ রাজ্যের প্রায় সব জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। ঘরের পাখা, চেয়ার ও টেবিল দুলতে দেখা গেছে। অনেকেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা অবরুদ্ধ করেছেন। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

কলকাতা সাধারণত ভূমিকম্পপ্রবণ নয়। কখনও বাংলাদেশে ভূমিকম্প হলে মৃদু কাঁপন অনুভূত হয়। কিন্তু শুক্রবারের কম্পন ছিল জোরালো। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের উৎসস্থল গভীরে না হওয়ায় প্রভাব বেশি পড়েছে।

সমাজমাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ সিলিং ফ্যান ও ঝাড়বাতির দুলে ওঠার ভিডিও দিয়েছেন, কেউ রাস্তার ভিডিও পোস্ট করেছেন, যেখানে মানুষ ভবন থেকে বেরিয়ে আসছেন।

দু’মাস আগে আসামের ভূমিকম্পে উত্তরবঙ্গ কেঁপে উঠেছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও তার মৃদু প্রভাব পড়েছিল।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৫, গ্রেপ্তার ১০ হাজারের বেশি
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৫, গ্রেপ্তার ১০ হাজারের বেশি
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি
ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি