ভোলা-বরিশালে সেতুসহ ৫ দাবিতে বিক্ষোভ

ভোলা থেকে বরিশালে সেতু করাসহ ৫ দাবিতে বিক্ষোভ করছে ভোলাবাসী।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 'আমরা ভোলাবাসী' ব্যানারে শতশত মানুষ উপস্থিত হয়েছে। এসময় রাস্তায় তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ কর্মসূচি থেকে বিক্ষোভকারীদের মধ্যে নাহিদ ইসলাম নামের একজন জানান, ‘আমাদের ভোলা হচ্ছে একটি দ্বীপ। ভোলায় ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় লঞ্চে করে আমাদেরকে ঢাকায় আসতে হয়। এর ফলে অনেক সময় লাগে। কিন্তু, ভোলা থেকে বরিশালে যদি একটা সেতু করা হয়, তাহলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় আসার চাইতে আমরা বরিশালে অল্প সময়ের মধ্যে যেতে পারবো।’
তিনি আরও জানান, ‘যাতায়াতের দিক থেকেও আমরা পিছিয়ে আছি। একটা সেতু হয়ে গেলে আমরা ভোলা থেকে বরিশালে গিয়ে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে পারবো। এখনতো আমাদের লঞ্চ ছাড়া কোনো যাতায়াত ব্যবস্থা নেই।
আমাদের দাবি একটাই, সেটা হলো— আমরা ভোলা থেকে বরিশালে সেতু চাই। ’
ভোলাবাসীর মধ্যে মো. শাকিল নামের একজন বলেন, ‘আমাদের মোট পাঁচ দাবি।
দাবিগুলো হলো:- ভোলা-বরিশালে সেতুর ব্যবস্থা করতে হবে; ভোলাতে একটা মেডিকেল কলেজ করতে হবে;
ভোলায় প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে; ভোলায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করাসহ প্রত্যেক ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে।’
এসময় বিক্ষোভকারীরা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো— 'দাবি মোদের একটাই, ভোলা-বরিশালে সেতু চাই', 'একশন টু একশন, ডাইরেক্ট একশন'।
ভিওডি বাংলা/ এমএইচ







