• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিতে বের হলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে বিকেল ৪টায় বাসা থেকে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার এবং সৈয়দা শামিলা রহমান।

এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে মাননীয়  উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ দলের শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের
ঢাকা-৪ আসন শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের
গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির
গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির
ক্ষমা চাইলেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু
জামায়াতের জোটে যোগ ক্ষমা চাইলেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু