ফাতিমার বিলাসী পুরস্কার তালিকা চমকে দেবে সবাইকে

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নতুন বিশ্বসুন্দরী হিসেবে মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ।
শুক্রবার (২১ নভেম্বর) গ্র্যান্ড ফাইনালে ১২২ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ২৬ বছর বয়সী এই সুন্দরী এনে দিলেন মেক্সিকোর চতুর্থ শিরোপা।
তবে তার অর্জন শুধু ৫ মিলিয়ন ডলার মূল্যের ঝকঝকে মুকুটেই সীমাবদ্ধ নয়। অন্তরালের তথ্য বলছে-ফাতিমাকে ঘিরে থাকা পুরস্কারের তালিকা জানলে যে কেউ চমকে উঠবেন।

মিস ইউনিভার্স অর্গানাইজেশন (MUO) এখনও ২০২৫ সালের পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। তবে অভ্যন্তরীণ সূত্রের মতে, গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কেয়ার-এর মতোই থাকছে বিলাসবহুল পুরস্কার প্যাকেজ।
ধারণা করা হচ্ছে, এ বছর নতুন বিশ্বসুন্দরী পাবেন প্রায় ২.৫ লাখ মার্কিন ডলার-বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি। এর সঙ্গে যুক্ত থাকবে মাসিক বেতন, যা প্রায় ৫০ হাজার মার্কিন ডলার বা সাড়ে ৫৫ লাখ টাকার কাছাকাছি।
বিজয়ীর জন্য বরাদ্দ থাকবে বিশ্বজুড়ে ভ্রমণ ব্যয়, ফ্যাশন ও গ্রুমিং খরচ, যা সম্পূর্ণ বহন করবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
এবারের প্রতিযোগিতায় ফাতিমার মাথায় পরানো মুকুটটির দামই ৫ মিলিয়ন ডলারের বেশি। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই মুকুট শুধু রাজকীয় শৌর্যের প্রতীক নয়; বরং মিস ইউনিভার্স ইতিহাসেরও একটি বিশেষ অর্জন।
এছাড়া ফাতিমা পাচ্ছেন নিউইয়র্ক সিটিতে সম্পূর্ণ খরচ বহন করা বিলাসবহুল আবাসন, ব্যক্তিগত গ্ল্যাম স্কোয়াড, ওয়েলনেস টিম, চালকসহ ভ্রমণের সুবিধা এবং পাঁচ-তারকা হোটেলে থাকার সুযোগ।
তার সঙ্গে যুক্ত হবে আন্তর্জাতিক ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট, রেড কার্পেট গালা, বৈশ্বিক দাতব্য সংস্থার সঙ্গে কাজ করার মতো মর্যাদাপূর্ণ সুযোগ। সব মিলিয়ে, মিস ইউনিভার্স শুধু একটি প্রতিযোগিতা নয়-নতুন বিশ্বসুন্দরীর সামনে খুলে দেয় বিলাসবহুল জীবন ও বৈশ্বিক প্ল্যাটফর্মের দ্বার।
সূত্র: গালফ নিউজ
ভিওডি বাংলা/জা







