রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজবাড়ী জেলা শাখা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের বিনোদপুর ডায়াবেটিক সমিতির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী–পুরুষ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে ভিড় করেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইকবাল হোসেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, গাইনি বিশেষজ্ঞ ডা. শাহনিমা নারগীস, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শুশীল কুমার রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. সুজন আলী, মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম আযম এবং ডা. ওমর ফারুক পাটোয়ারীসহ অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই এ উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হার্টের রোগী আবুল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছি। নিয়মিত চিকিৎসা নেওয়া আমার পক্ষে কঠিন। আজ এখানে এসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছি, প্রয়োজনীয় ওষুধও দিয়েছেন। এতে আমার চিকিৎসার খরচ অনেকটা কমে গেল। সত্যিই এমন উদ্যোগ গরিব মানুষের বড় সহায়তা।”
স্থানীয় বাসিন্দা মোকাররম হোসেন জানান, “এখানে বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এত বিশেষজ্ঞের কাছে যাওয়া সম্ভব নয়। এই ক্যাম্প শুধু চিকিৎসা নয়, আমাদের মধ্যে আত্মবিশ্বাসও তৈরি করেছে যে সমাজের কেউ আমাদের কথা ভাবছে।”
চর্মরোগের রোগী রোহানী খাতুন বলেন, “আমি দীর্ঘদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছি। ছেলে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। ডাক্তাররা খুব যত্ন নিয়ে দেখেছেন, ওষুধ দিয়েছেন, কীভাবে পরিচর্যা করতে হবে তা বুঝিয়েও দিয়েছেন। বিনামূল্যে এমন সেবা পাওয়া আমাদের জন্য আশীর্বাদ।”
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন বলেন, “তারেক রহমান সব সময় মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহ দেন। তাঁর জন্মদিনকে ঘিরে আনন্দ-ফুর্তির আয়োজন না করে মানুষের উপকারে কিছু করার চেষ্টা করেছি। ছাত্রদলের কর্মীরা আন্তরিকভাবে কাজ করায় এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।”
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান তাঁর জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ বা ব্যক্তিকেন্দ্রিক আয়োজন চান না। বরং তিনি মানবিক কাজে উৎসাহ দেন। তাঁরই নির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি, ওষুধ বিতরণসহ মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
ভিওডি বাংলা/ এমএইচ







