• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভূমিকম্পে ঘোড়াশাল সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বন্ধ হয়েছে বিবিয়ানা ২ ও ৩, আশুগঞ্জ ২, প্রিসিরিয়ন ও টিএসকে, এসএস পাওয়ার ইউ-২, সিরাজগঞ্জ ইউ-১সহ ৭টি বিদ্যুৎকেন্দ্র। পিডিবি জানিয়েছে, জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করে ক্ষয়ক্ষতি যাচাই চলছে।

শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি। 

বার্তায় জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
 
এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
মধ্যম মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা
মধ্যম মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা
ভূমিকম্পে আরমানিটোলার ৫ তলা ভবনের অংশ ধসে পড়লো
ভূমিকম্পে আরমানিটোলার ৫ তলা ভবনের অংশ ধসে পড়লো