দেশ ও জনগণকে বাঁচাতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, “দেশকে ও জনগণকে বাঁচাতে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই।”
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আবদুস সালাম অভিযোগ করেন, বর্তমান সরকার দীর্ঘ ১৭ বছরের শাসনে অর্থনীতি থেকে শুরু করে ব্যাংকিং খাত পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, “ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, ব্যাংক দেউলিয়া—দেশকে এ অবস্থায় দাঁড় করিয়েছে শেখ হাসিনার শাসন।”
তিনি দাবি করেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বিএনপি ক্ষমতায় এলে ন্যাশনাল রেশনিং সিস্টেম চালু করা হবে। এতে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
তারেক রহমানের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি উল্লেখ করে সালাম বলেন, এ দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ কৃষক, শ্রমিক ও প্রবাসী আয়–প্রেরণকারীদের বাঁচাতে বিএনপি ইতোমধ্যে পরিকল্পনা তৈরি করেছে।
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি আরও বলেন, “জিয়া দেশকে শৃঙ্খলা, গণতন্ত্র ও অর্থনৈতিক ভিত্তি দিয়েছিলেন। ঠিক সেই পথেই দেশকে ফের এগিয়ে নিতে সক্ষম হবেন তারেক রহমান।”
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শেষ হলেও তাকে প্রতিবেশী দেশ ফেরত দেবে—এমন আশা করা যাবে না। কারণ, তার কথায়, “ওই দেশের স্বার্থ রক্ষায় তাকেই ব্যবহার করা হচ্ছে।”
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, “জনগণের ভোটেই সিদ্ধান্ত হোক। যাকে ধানের শীষের প্রার্থী দেয়া হয়েছে—তিনি ব্যক্তিগতভাবে পছন্দ না হলেও দেশের স্বার্থে তাকে জিতিয়ে আনতে হবে।”
আন্দোলনের অর্জন নষ্ট না করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাম বলেন, “শেখ হাসিনাকে বিদায় করার সাফল্য তখনই পূর্ণ হবে, যখন বিএনপি ক্ষমতায় এসে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ







