• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় প্রতারিত বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মীদের ওপর চলমান শোষণ ও প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

শুক্রবার (২১ নভেম্বর) জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, মালয়েশিয়ায় প্রতারণামূলক নিয়োগ এবং অভিবাসীদের শোষণ ব্যাপকভাবে অব্যাহত রয়েছে, যার ফলে বাংলাদেশি কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিশেষজ্ঞরা বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস (বোয়েস)-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হাজার হাজার বাংলাদেশি কর্মী সরকারি ফি থেকে পাঁচ গুণেরও বেশি নিয়োগ ফি প্রদান করার পরেও আটকা পড়ে আছেন অথবা মালয়েশিয়ায় শোষণের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।

জাতিসংঘের বিবৃতিতে কর্মীদের ওপর চলতে থাকা বিভিন্ন গুরুতর অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে-নিয়োগকর্তাদের দ্বারা কর্মীদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা, তাদের মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দেওয়া এবং চুক্তি ও প্রতিশ্রুত কর্মসংস্থান প্যাকেজের মধ্যে গুরুতর অসঙ্গতি রাখা।

এছাড়াও, কর্মীদের সম্মতি ছাড়াই তাদের পাসপোর্ট নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। গুরুতর উদ্বেগের বিষয় হলো, এই ধরনের শোষণের শিকার কর্মীদের ক্ষেত্রে দায়িত্বশীল সরকারি সংস্থাগুলোর সহায়তার অভাব দেখা যাচ্ছে।

পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় সরকারকেই অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারকে তাদের অধিকার সম্পর্কে কর্মীদের প্রস্থান-পূর্ব প্রশিক্ষণ প্রদান এবং অভিবাসীদের প্রতিকার নিশ্চিত করার জন্য কার্যকর প্রতিবেদন চ্যানেল স্থাপনের আহ্বান জানান।

বিশেষজ্ঞরা উভয় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সরকারকে অভিবাসীদের প্রস্থান-পূর্ব প্রশিক্ষণ দেওয়া এবং কার্যকর প্রতিবেদন চ্যানেল স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা প্রতারণা এবং শোষণে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার জন্য মালয়েশিয়ার সরকারকেও আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
মধ্যম মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা
মধ্যম মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা
ভূমিকম্পে আরমানিটোলার ৫ তলা ভবনের অংশ ধসে পড়লো
ভূমিকম্পে আরমানিটোলার ৫ তলা ভবনের অংশ ধসে পড়লো