ভূমিকম্পে প্রাণহানি–ক্ষয়ক্ষতি নিয়ে তারেক রহমানের শোক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু ও দুই শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের এই ভূমিকম্পে ঢাকার বহু উঁচুতল ভবন দুলে ওঠে, বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। সারাদেশ থেকেই ধেয়ে আসতে থাকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো শুক্রবার এক শোক–বার্তায় তারেক রহমান বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে তিনি গভীরভাবে শোকাভিভূত। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি, তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।
দুর্যোগ প্রস্তুতি নিয়ে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে শোকবিবৃতিতে তিনি আরও বলেন, সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
তারেক রহমানের ভাষ্য, নানা দুর্যোগ মোকাবিলা করে এগিয়ে চলার ইতিহাস বাংলাদেশের মানুষের আছে। তাই এই ভূমিকম্পের ক্ষতির মধ্য থেকেও দেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি জানান, দুর্গত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
ভিওডি বাংলা/ এমএইচ







