জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হলো লেজার কাটিং মালিক সমিতির সম্মেলন

শুক্রবার ২১ নভেম্বর ঢাকা কাওরান বাজার বিজেএমসি ভবনে দি রেইনি রুফ রেস্টুরেন্ট এ প্রথম বারের মতো জাঁকজমক পুর্ণ ভাবে পালিত হলো লেজার কাটিং মালিক সমিতির মিলনমেলা ও সদস্য সম্মেলন ২০২৫।
বাংলাদেশের উদীয়মান ইন্ডাস্ট্রি হিসেবে লেজার কাটিং এন্ড মেটাল ফেব্রিকেশনকে সর্বস্তরের পৌঁছে দেওয়া এবং দেশের অর্থনীতিতে এর দৃশ্যমান ভূমিকা রাখার লক্ষ্যকে সামনে রেখে এই আয়োজন জাঁকজমকপূর্ণ পালন করেন।
সারা বাংলাদেশ থেকে ১০০ এর বেশি লেজার কাটিং এন্ড মেটাল ফেব্রিকেশন উদ্যোক্তা এই সদস্য সম্মেলনে অংশগ্রহণ করেছে।
উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশের একটি দ্রুত অগ্রসরমান ইন্ডাস্ট্রি হিসেবে জায়গা করে নেবে বাংলাদেশের অর্থনীতিতে।
লেজার কাটিং মালিক সমিতির বর্তমান আহবায়ক মহিবুল্লাহ সোহান আশাবাদ ব্যক্ত করে বলেন নতুন নতুন উদ্যোগ ও সম্ভাবনার মাধ্যমে দেশের সর্বোচ্চ নীতির নির্ধারনী থেকে এই শিল্পে প্রণদনা প্রদান, বিভিন্ন সুযোগ সুবিধা ও লেজার কাটিং ইন্ডাস্ট্রি দেশের বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে খুব শীঘ্রই।
নতুন নতুন মার্কেট তৈরি, সর্বস্তরে এই শিল্পকে জনপ্রিয় করার ক্ষেত্রেও তারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি আহবান জানান যাতে এই ব্যবসায় জরিত সকলেই এই প্লাটফর্মে যুক্ত হয় এবং সবাই মিলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কাজ করতে পারেন।
এই সদস্য সম্মেলনে ঢাকার বাইরে থেকে আসা সকল উদ্যোক্তা তাদের সম্ভাবনার কথা তুলে ধরেন।
ভিওডি বাংলা/ এমএইচ



