• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্কুলে সশস্ত্র হামলা:

নাইজেরিয়ায় ২২৭ শিক্ষক-শিক্ষার্থী অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এ.এম.
নাইজেরিয়ার একটি স্কুলের শ্রেণিকক্ষ -ফাইল ছবি

নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও ভয়াবহ গণ-অপহরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একটি স্কুলে সশস্ত্র হামলা চালিয়ে শিক্ষক–শিক্ষার্থী মিলে ২২৭ জনকে অপহরণ করা হয়েছে। এর আগে একই সপ্তাহে আরেক ঘটনায় ২৫ ছাত্রীকে অপহরণ করা হয়।

শনিবার (২২ নভেম্বর) ডেইলি সাবাহ-র প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার বরাতে বলা হয়, নাইজার রাজ্যের পাপিরি কমিউনিটিতে অবস্থিত স্টে. মেরিজ ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ২১৫ শিক্ষার্থী এবং ১২ শিক্ষককে তুলে নিয়ে গেছে সশস্ত্র হামলাকারীরা। সংগঠনের রাজ্য শাখার মুখপাত্র ড্যানিয়েল আতোরি জানান, তিনি স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং অপহৃতদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে এ হামলা হয়। ঘটনা তদন্তে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১২–১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি বড় প্রাইমারি স্কুলও রয়েছে।

স্থানীয় বাসিন্দা দাউদা চেকুলা বলেন, তার ৭–১০ বছর বয়সী চার নাতি–নাতনি অপহৃতদের মধ্যে আছে। কিছু শিশু পাশের বাড়িতে লুকিয়ে রক্ষা পেয়েছে। বাকিদের গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

নাইজার রাজ্য সরকার জানায়, এলাকায় হামলার আশঙ্কা নিয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবু অনুমতি ছাড়া স্কুল খুলে দেওয়ায় এ ঝুঁকি ‘এড়ানো সম্ভব ছিল’। হামলার সময় এলাকাটি কেবল কমিউনিটি স্বেচ্ছাসেবীদের পাহারায় ছিল।

কনটাগোরা ক্যাথলিক ডায়োসিস জানিয়েছে, হামলার সময় একজন নিরাপত্তাকর্মী গুরুতরভাবে আহত হন।

এর কয়েক দিন আগে কেব্বি রাজ্যের একটি স্কুল থেকে ২৫ ছাত্রীকে অপহরণ করা হয়, যাদের মধ্যে একজন পালাতে সক্ষম হয়। একই সপ্তাহে কওয়ারা রাজ্যের একটি চার্চে হামলা চালিয়ে দুইজনকে হত্যা ও ৩৮ জনকে অপহরণ করা হয়। চার্চ জানিয়েছে, অপহৃতদের প্রত্যেকের জন্য ১০ কোটি নাইরা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

পরিস্থিতির কারণে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দক্ষিণ আফ্রিকায় জি–২০ সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেন। তার স্থলে ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা সম্মেলনে যোগ দেবেন। শেত্তিমা বলেন, অপহৃতদের ফেরাতে সরকারের সব ধরনের ক্ষমতা প্রয়োগ করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ২০১৪ সালে বোকো হারামের হাতে চিবক স্কুলছাত্রী অপহরণের পর থেকে নাইজেরিয়ায় ১,৫০০–র বেশি শিক্ষার্থী অপহৃত হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির