আজও তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা

উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, ফলে জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকেই বইছে হিমেল বাতাস, সঙ্গে হালকা কুয়াশাও দেখা দিচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অফিস জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার সকালে রেকর্ড করা হয় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা বেড়ে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
তাপমাত্রা কমায় জেলার লেপ-তোশক ও গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। পাশাপাশি সড়কের পাশের দোকানগুলোতে চলছে শীতের পিঠাপুলির জমজমাট ভিড়।
অন্যদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার হার বেশি। স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “হিমালয়সংলগ্ন হওয়ায় তেঁতুলিয়ায় শীত স্বাভাবিকভাবেই বেশি থাকে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ধীরে ধীরে আরও কমছে। নভেম্বরের শেষ দিকে আরও নামতে পারে।”
ভিওডি বাংলা/জা





