• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজনৈতিক উত্তেজনার পর ট্রাম্প-মামদানি বৈঠকে সৌহার্দ্যপূর্ণ বার্তা

আন্তর্জাতিক ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ১১:০৫ এ.এম.
হোয়াইট হাউস বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি।ছবি: সংগৃহীত

রাজনৈতিক টানাপোড়েনের দুই মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি প্রথমবার বৈঠকে মুখোমুখি হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতাই অতীতের তীব্র বাকযুদ্ধ ভুলে একসঙ্গে কাজ করার সংকেত দেন।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, “তিনি (মামদানি) যত ভালো করবেন, আমি তত খুশি হব। আমরা তাকে ভালো কাজে সহায়তা করব।”
তিনি আরও জানান, মামদানির সঙ্গে তার অনেক মত মিল রয়েছে-যা তিনি আগে ভাবেননি।

আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মামদানি বলেন, “নিউইয়র্ককে আরও সাশ্রয়ী ও বাসযোগ্য করতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”

এর আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ বলা থেকে শুরু করে আটক ও বহিষ্কারের হুমকিও দিয়েছিলেন। পাল্টা সমালোচনায় মামদানিও ট্রাম্পকে ‘স্বৈরশাসকের মতো আচরণ’ করার অভিযোগ তোলেন। কয়েক মাস ধরে চলা এই প্রকাশ্য বিরোধের পর হোয়াইট হাউসের বৈঠকটি ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র-হাস্যোজ্জ্বল মুখ, প্রশংসা আর সহযোগিতার প্রতিশ্রুতিতে ভরা।

বৈঠকের একপর্যায়ে ৩৪ বছর বয়সী মামদানি ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের টেবিলের কাছে গিয়ে দাঁড়ালে ট্রাম্প হাসিমুখে তার হাত চাপড়ে দেন। ট্রাম্প বলেন, “আমি যা ভেবেছিলাম, তার চেয়েও অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি আরও ভালো থাকুক।”

বৈঠকে কোনো নীতি ঘোষণা না হলেও দুই নেতা ইঙ্গিত দিয়েছেন-রাজনৈতিক মতবিরোধ থাকলেও নিউইয়র্কের উন্নয়ন, অপরাধ দমন এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তারা সহযোগিতাপূর্ণ পথেই হাঁটতে চান।

মামদানি বলেন, “আমাদের মধ্যে মতবিরোধ আছে ঠিকই, তবে এই বৈঠকে আমরা নিউইয়র্কবাসীর সেবাকে কেন্দ্র করেই আলোচনা করেছি। এজন্য প্রেসিডেন্টের প্রতি আমি কৃতজ্ঞ।”

সূত্র: রয়টার্স ও সিবিএস নিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির