• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির রাজনীতি রংধনুর মতো: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এ.এম.
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান রয়েছে। তিনি বলেন, “এটা একটি রংধনুর মতো। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান, পাহাড়ি ও আদিবাসী সবাই বসবাস করি। আমরা সবাই বাংলাদেশি। এটাই বিএনপির রাজনীতি।”

শুক্রবার (২১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দির পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। “বেগম খালেদা জিয়া বিগত আন্দোলনে নির্যাতিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে আছেন, তবে খুব শিগগিরই দেশে ফিরবেন,” তিনি উল্লেখ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, দেশে খুব শিগগিরই একটি স্বাভাবিক, নিয়মতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন হবে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারবেন।

এসময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন এবং শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামল উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার