টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ২৫ নভেম্বর ঘোষণা

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের খবর অনুযায়ী, ভারতের মুম্বাইতে এক বিশেষ অনুষ্ঠানে সূচি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন কয়েকজন বর্তমান ও সাবেক ক্রিকেটার।
১০ আসরের এই টুর্নামেন্ট আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ দলের প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কাকে চূড়ান্ত করা হয়েছে। ফাইনাল ম্যাচের স্থান নির্ভর করবে পাকিস্তানের ফাইনালে ওঠার ওপর; এটি হতে পারে আহমেদাবাদ বা কলম্বোতে।
ফরম্যাট ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই হবে। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি দল। গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে। এরপর সুপার এইটে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হবে, সেখান থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ভারত। ইতোমধ্যে সব ২০টি দল চূড়ান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কোয়ালিফাই করার মাধ্যমে দল নির্ধারণ সম্পন্ন হয়। এশিয়া–ইস্ট এশিয়া-প্যাসিফিক (এশিয়া-ইএপি) অঞ্চল থেকে শেষ তিন দল হিসেবে কোয়ালিফাই করেছে নেপাল, ওমান ও ইউএই।
ভিওডি বাংলা/জা






