টপ নিউজ
বংশালে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
বশিকপুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ১২:০১ পি.এম.

নিহত আব্দুর রহিম ও তার ছেলে রিমনের জানাজা ও দাফন সম্পন্ন
ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় ৫ তলা ভবনের রেলিং ধসে পড়ে আব্দুর রহিম ও তার ছেলে রিমনের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ভোরে বাবা-ছেলের মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে পৌঁছায়। বেলা ৯টায় ‘আজ সুন্না মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স’ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে পারিবারিক কবরস্থানে বাবা ও ছেলেকে সমাহিত করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুর রহিম চার সন্তানের জনক ছিলেন এবং কাপড় ব্যবসায়ী হিসেবে কাজ করতেন। তার ১৩ বছর বয়সী ছেলে রিমন ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
ভিওডি বাংলা/জা





