পাংশায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে মিছিল

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলামের পক্ষে পাংশায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মুজাহিদুল ইসলামের কর্মী-সমর্থক ও নেতাকর্মীরা এ মিছিল করেন। মিছিলটি পাংশা থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে প্রায় সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন।
মিছিল শেষে বক্তব্য দেন— রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শামীম মাহমুদ এবং পাংশা পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আয়নাল মুন্সী ।
এছাড়া উপস্থিত ছিলেন- কালুখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আজাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু মোল্লা, পাংশা উপজেলা কৃষকদল নেতা বদিউর রহমান পাশা, কালুখালী উপজেলা বিএনপি নেতা নাজিম হোসেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ





