• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারীদের আইপিএলে নিলামে ৩ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নারীদের আইপিএল বা ডাব্লিউপিএলের নিলামে তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম দেখা গেছে। তারা হচ্ছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং লেগ স্পিনার রাবেয়া খান। নিলাম অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে ২৭ নভেম্বর।

নিলামের খেলোয়াড়দের তালিকা প্রকাশের পর দেখা গেছে, এই তিনজনের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। উঠতি তারকাদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের আসরের নিলামেও তারা ছিলেন, কিন্তু কোন দল পায়নি।

গতি ও সুইংয়ে দারুণ পারফরম্যান্স দেখানো মারুফা এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন। নারীদের ওয়ানডে বিশ্বকাপে তার ইন-সুইং এবং প্রথমদিকের সাফল্য নজর কেড়েছে বিশ্বজুড়ে।

অলরাউন্ড নৈপুণ্যে স্বর্ণাও যথেষ্ট নজর কেড়েছেন। তিনি ৭ ম্যাচে ১১৬ রান করেছেন এবং ৬ উইকেট নিয়েছেন। এর মধ্যে ৩৪ বলে দুর্দান্ত একটি অর্ধশতকও আছে। রাবেয়া খানও দারুণ ছাপ রেখেছেন; ৭ উইকেট এবং ৮৭ রান করেছেন।

ডাব্লিউপিএলের এই মেগা নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৮৩ জন, যেখানে সবচেয়ে বেশি খেলোয়াড় অস্ট্রেলিয়ার-২৩ জন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের পাশে তাইজুল
সাকিবের পাশে তাইজুল
বিপিএলে রংপুর রাইডার্সে মোস্তাফিজ–সোহান
বিপিএলে রংপুর রাইডার্সে মোস্তাফিজ–সোহান
৫১ বছর পর বিশ্বকাপে হাইতি
৫১ বছর পর বিশ্বকাপে হাইতি