• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুকুরিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ সম্পূর্ণ ভস্মীভূত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ বরুমচড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধা ইউনুস আহমদের বসতবাড়ি মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ৯ টার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ হওয়ায় এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা গ্যাসের গন্ধ বের হলে মুহূর্তের মধ্যে সিলিন্ডার থেকে আগুন ধরে যায়।
আগুনের তীব্রতার কারণে প্রতিবেশীরা ছুটে এসে বহু চেষ্টা চালিয়েও ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে ছুটে আসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাঁশখালী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও অন্যান্য নেতৃবৃন্দ! 

এছাড়াও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
তাঁরাও ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার