তাইজুল ইসলামের রেকর্ড:
সাকিবের ‘সিংহাসনে’ বসলেন টাইগার স্পিনার

মিরপুর টেস্টে চমক দেখালেন তাইজুল ইসলাম। ২৪৭ উইকেট নিয়ে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি। গতকালই সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেন তাইজুল, আর আজ নিজেই রেকর্ড ভাঙলেন।
মিরপুরে অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দল ঘোষণা করেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে আয়ারল্যান্ড শুরুতেই হোঁচট খায়। ওপেনার বালবার্নিকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল, যার মধ্য দিয়ে নিজের রেকর্ডও চূড়ায় পৌঁছে যায়।
এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট তুলে সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। পরবর্তীতে স্টার্লিংকেও ফিরিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৮-এ।
প্রসঙ্গত, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে টেস্ট অভিষেক হয় তাইজুল ইসলামের। এখন পর্যন্ত ৫৭টি টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি।
ভিওডি বাংলা/জা






