• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থাইল্যান্ডকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পি.এম.
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ দলের খেলোয়াড়রা -ছবি: সংগৃহীত

ঢাকায় চলমান নারী কাবাডি বিশ্বকাপে ইতিহাস গড়ে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো লাল-সবুজরা, একই সঙ্গে পদকও নিশ্চিত হলো দেশের প্রথমবারের মতো। 

দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনের জবাব দিলেন লাল-সবুজ পতাকা নেড়ে।

শনিবার (২২ নভেম্বর) সকাকে থাইল্যান্ড টস জিতে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন-ওটা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালে-রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন, ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে আউট করেন, লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

শেষপর্যায়ে থাইল্যান্ড কিছুটা লড়াই চালালেও হারের ব্যবধান কমাতে পেরেছে মাত্র। এই জয়ের ফলে বাংলাদেশ নারী কাবাডি দল ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো বিশ্বকাপ পদক নিশ্চিত করলো। ম্যাচ চলাকালীন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দর্শকদের অভিবাদন জানিয়ে লাল-সবুজ পতাকা নেড়ে উৎসব উদযাপন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের পাশে তাইজুল
সাকিবের পাশে তাইজুল
বিপিএলে রংপুর রাইডার্সে মোস্তাফিজ–সোহান
বিপিএলে রংপুর রাইডার্সে মোস্তাফিজ–সোহান
৫১ বছর পর বিশ্বকাপে হাইতি
৫১ বছর পর বিশ্বকাপে হাইতি