ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ নভেম্বর) বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তিনি বলেন, কসাইটুলিতে ভাঙা ভবনের মালিক নকশা দেখাতে পারেননি। আগামী সাত দিনের মধ্যে নকশা না দেখালে ভবনটি সিলগালা করা হবে।
চেয়ারম্যান আরও জানান, পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। এখানে কোনো প্ল্যান ছাড়া কম জমিতেও ৬-৭ তলা বাড়ি রয়েছে। যারা নিয়ম ভাঙছে, তাদের বিদ্যুৎ কেটে দেওয়া হচ্ছে, তবুও চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে অবৈধ নির্মাণ চলছে।
তিনি পরামর্শ দেন, ছোট ছোট প্লট মিশিয়ে নতুন পরিকল্পিত বাড়ি নির্মাণ করা হলে তা দীর্ঘমেয়াদে ক্ষতির তুলনায় উপকারী হবে। এছাড়া, বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজউক পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করে নতুন পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল নরসিংদী এবং গভীরতা ১০ কিলোমিটার।
ভূমিকম্পে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং সাড়ে চারশো মানুষ আহত হয়েছেন।
ভিওডি বাংলা/জা


