• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০২:১৯ পি.এম.
ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইশরাক বলেন, ‘শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না।’
 
নিজেদের মধ্যে থেকে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভেদ আমাদের দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে।’
 
দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের জন্য সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে : আফরোজা আব্বাস
পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে : আফরোজা আব্বাস
গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই
গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই
অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী
অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী