গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে রিজভী

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ উল্লাহকে দেখতে ও শারীরিক খোজখবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী আহমেদ। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রিজভী আহমেদ বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা উদ্বেগের। তিনি অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের আহবান জানান এসময়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির, ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আওয়ালসহ প্রমূখ।
ভিওডি বাংলা/ এমএইচ


