• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শফি ইসলাম নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (২২ শে নভেম্বর) বেলা ১২ টার দিকে কুমারখালী শিপলু পেট্রোল পাম্পের সামনে  কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কে এই ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক শফি ইসলাম (৪৫) সদকী ইউনিয়নের তারাপুর গ্ৰামের ইসমাইল প্রামাণিকের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার বেলা ১২ টার সময় রাজবাড়ী মুখি কালো রঙের মাইক্রোবাসটি ব্যাটারি চালিত ভ্যানের পিছনে ধাক্কা দিলে। ভ্যান চালক শফি রাস্তায় পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি চিহ্নিত করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার