• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভিয়েতনামে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
দক্ষিণ-মধ্য ভিয়েতনামে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি: সংগৃহীত

দক্ষিণ-মধ্য ভিয়েতনামে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় তাদের সন্ধানে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়াকেই এই বিধ্বংসী বন্যার জন্য দায়ী করছেন বিজ্ঞানীরা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে অঞ্চলে অবিরাম বৃষ্টিপাত চলছে। এতে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ বহু ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে উপকূলীয় নাহা ট্রাং শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয় এবং দা লাট উচ্চভূমিতে মারাত্মক ভূমিধস দেখা দেয়।

পরিবেশ মন্ত্রণালয় শনিবার (২২ নভেম্বর) জানায়, ছয়টি প্রদেশে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—এখানেই দুই ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার পানি কিছুটা নামার পর উদ্ধারকর্মীরা গাছ ও বাড়ির ছাদসহ আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ চালিয়ে যায়।

মন্ত্রণালয় আরও জানায়, এখনো একাধিক মহাসড়ক চলাচলের অযোগ্য। বিদ্যুৎ বিভ্রাটে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ১০ লাখের বেশি মানুষ; শনিবার পর্যন্তও ৩ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং ক্ষতির পরিমাণ পেরিয়েছে ২ বিলিয়ন ডলার।

বিজ্ঞানীরা বলছেন, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর ভিয়েতনামে ভারি বর্ষণের মৌসুম হলেও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এখন চরম আবহাওয়া আরও ঘন ঘন ও বিধ্বংসী রূপ নিচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির