• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে ট্রাম্পের পরিকল্পনা: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পি.এম.
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধানের ভিত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। তবে ইউক্রেন ও তার মিত্ররা এতে রাজি না হলে পুরো ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে যেতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মস্কোয় রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন, “আমার বিশ্বাস, এটি ইউক্রেনে স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে। কিন্তু ইউক্রেন এখন পর্যন্ত এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর যুক্তরাষ্ট্রও তাদের সম্মতি আদায় করতে পারেনি।”

তিনি আরও যোগ করেন, “যদি কিয়েভ আলোচনায় না বসে বা প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে তাদের মনে রাখা উচিত-আমরা ইতোমধ্যে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্ক দখল করেছি। যুদ্ধবিরতি না এলে একসময় পুরো ইউক্রেনই আমাদের নিয়ন্ত্রণে আসবে।”

২০১৪ সালে রাশিয়া কৃষ্ণসাগর উপকূলীয় ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে। পরে ২০১৫ সালের মিনস্ক চুক্তিতে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে ইউক্রেন ন্যাটো সদস্যপদের প্রচেষ্টা শুরু করে-যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। গত প্রায় চার বছরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজঝিয়া ও খেরসন-এই চারটি অঞ্চল রুশ নিয়ন্ত্রণে যায়। যার পরিমাণ ইউক্রেনের মূল ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ।

এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ট্রাম্প প্রশাসন ২৮ দফা শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তুত করেছে। প্রস্তাবে ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। ঝাপোরিজঝিয়া ও খেরসন ফেরত দেওয়ার শর্ত থাকলেও ঝাপোরিজঝিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের অর্ধেক মালিকানা রাশিয়াকে দেওয়ার প্রস্তাব রয়েছে।

এ ছাড়াও যুদ্ধকালীন রাশিয়া, প্রেসিডেন্ট পুতিন ও তার ঘনিষ্ঠদের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার কথাও এতে বলা হয়েছে।

পুতিন জানান, গত আগস্টে যুক্তরাষ্ট্র সফরের সময় এই পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়েছিল।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
ব্রাজিলে কপ৩০ সম্মেলনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ১৩
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির
স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির