ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই বদলির কথা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মো. আনিছুর রহমানকে যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম প্রিভেনশন, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) এবং যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতার বিপিএমকে যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক-দক্ষিণ হিসেবে পদায়ন করা হয়েছে।
তাদের মধ্যে মো. আসফিকুজ্জামান আকতার বিপিএমকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ


