• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো    ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি কক্ষ থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলার বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়।

বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় একটি কোচিং সেন্টার পরিচালিত হয়। তৃতীয় ও চতুর্থ তলায় বসবাস করতেন তানভীর কুরাইশী। গত দুই দিন ধরে ভবনের ভাড়াটিয়ারা পানির সংকটে ছিলেন। শুক্রবার বিকেলে তারা বাড়ির মালিককে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে থানায় খবর দেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে কক্ষে তানভীর কুরাইশীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি সেখানে একাই বসবাস করতেন। ঘটনাস্থলে তার কোনও স্বজনকেও পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, তানভীর কুরাইশী স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে বিশাল জনসমাবেশ
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু
মাদারীপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মাদারীপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার