• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন পাবে সব শ্রেণির মানুষ: শামা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ১০:২২ এ.এম.
ফরিদপুরের নগরকান্দায় নারী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।ছবি-ভিওডি বাংলা

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই, সকলের জয়’ স্লোগানে আয়োজিত নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

শামা ওবায়েদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক পরিবারের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, এবং এই কার্ড পরিবারের নারী সদস্যদের নামে ইস্যু করা হবে। এতে নারীরা যেমন পরিবারের সিদ্ধান্তে ভূমিকা রাখবেন, তেমনি বাড়বে তাদের সম্মানও।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূলের নারীদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “১৭ বছর দেশে সুষ্ঠু ভোট হয়নি। ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার সবাইকে ভোট দিতে হবে, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

নগরকান্দা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তারের সভাপতিত্বে সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল