কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা

কড়া নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় বিচারের মুখোমুখি ১৩ সেনা কর্মকর্তাকে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে আনা হচ্ছে সেনা কর্মকর্তাদের, নিরাপত্তা জোরদার
পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, খুন ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। টিএফআই-এর গোপন সেলে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা হয়। অন্যদিকে, জেআইসি বা আয়নাঘরে গুমের অভিযোগে দায়ের করা আরেক মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার নামও রয়েছে।
গত ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য আজকের (২৩ নভেম্বর) তারিখ নির্ধারণ করে আদেশ দেন। নির্ধারিত দিন উপস্থিত থাকা আসামিদের আজ আদালতে হাজির করা হয়েছে।
ভিওডি বাংলা/জা






