• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিচারকদের ছবি সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল রোববার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচারকদের অবমাননাকর ছবি ও ভিডিও দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন। অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছিল। গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে।

রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকদের ছবি দিয়ে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়লে, ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের ছবি-মন্তব্য মুছে ফেলতে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন।

আদেশে ট্রাইব্যুনাল উল্লেখ করে, “মুক্ত চিন্তার প্রকাশ ও বাক স্বাধীনতা অবশ্যই সবার রয়েছে, তবে সেটা দেশের আইনের সীমার মধ্যে এবং অবমাননা না করে হতে হবে।”

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যান্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোড়ানোর মামলায় রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল
পোড়ানোর মামলায় রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল
তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় দেশের মানুষ উদযাপনে মেতেছে
তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় দেশের মানুষ উদযাপনে মেতেছে
এখন থেকে দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল
এখন থেকে দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল