• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০১:১০ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ছবি: সংগৃহীত

সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে রোববার (২৩ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই।

তিনি বলেন, “আজকে দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল এবং সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে।”

উপদেষ্টা আরও জানান, তার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যে ছিল। এক দেড় বছরের চেষ্টায় তা এখন উন্নতির দিকে এসেছে।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, “এটা একজন বিশ্লেষকের মতামত। আমি জানি না সে কীভাবে বিশ্লেষক হলো। সব বিশ্লেষকের যোগ্যতা আমার জানা নেই। তাই মন্তব্য করতে পারব না।”

ভূমিকম্প সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “দেশে কোনো আগাম সতর্কতা ব্যবস্থা নেই। অনেক দেশে আছে এমন অ্যাপ, যা কয়েক সেকেন্ড আগে সতর্কতা দেয়। আমরা এ বিষয়ে ভাবছি।” তিনি সবাইকে বিল্ডিং কোড মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন যে জলাশয় ভরাট করে ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ।

এক সাংবাদিককে মধ্যরাতে ডিবি তোলার ঘটনা নিয়ে তিনি বলেন, “সাংবাদিক হিসেবে নয়, অন্য ধরনের কাজ করার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : ড. মুহাম্মদ ইউনূস
ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : ড. মুহাম্মদ ইউনূস
দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসি’র
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসি’র
নির্বাচন ডাকাতি যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচন ডাকাতি যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা