পাবনা-৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

পাবনা-০৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। পাবনা-০৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পরিবর্তন করে স্থানীয় নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে চাটমোহরে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
পথসভায় সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা কঠোর ভাষায় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন।
হীরা বলেন, “যার পাঁচ শতাংশ জনসমর্থন নেই, তাকে মনোনয়ন দিলে নির্বাচন জেতা সম্ভব নয়। যদি আসন জিততে চান, পাবনা-৩ এ স্থানীয় প্রার্থীই দরকার। ভুল জায়গায় ভুল মানুষকে মনোনয়ন দিলে ভরাডুবির দায় সেন্ট্রাল নেতাদের নিতে হবে।”
তিনি আরও বলেন, “শনিবার তুহিন সাহেবের ডাকা প্রোগ্রামে সারা দেশ থেকে কৃষক দলের নেতাদের আনা হচ্ছে। এ এলাকার ভোটের জন্য বহিরাগত লোক এনে দাঁড় করাতে হলে এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। এই আসন স্থানীয়রাই উদ্ধার করবে।”
বহিষ্কারের ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে হীরা বলেন, “১৭ বছর দমন-পীড়নের মধ্যে থেকেও আমরা টিকে আছি চাটমোহরবাসীর ভালোবাসায়। প্রার্থী পরিবর্তন না হলে চাচা–ভাতিজা—আমরা যে কেউ নির্বাচন করব।”
তিনি বলেন, “ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলে দল শক্তি পায় না। পাবনা-৩ এর ভোটারদের নিরাশ হতে দেব না। প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।”
ভিওডি বাংলা/ এমএইচ







