টপ নিউজ
চকবাজার থানার পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চকবাজার (চট্টগ্রাম) প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ০২:৩০ পি.এম.

ছবি-ভিওডি বাংলা
চট্টগ্রামের চকবাজার থানার এএসআই অহিদুর রহমান রোববার (২৩ নভেম্বর) সকালে নিজ থানার ব্যারাকের টয়লেটে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
নিহতের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজারে। তার বাবার নাম মো. শহীদুল্লাহ এবং মায়ের নাম হাসিনা আকতার।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “নাইট ডিউটি শেষে ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন অহিদুর। পরে দীর্ঘ সময় দরজা খোলার কোনো সাড়া না পেয়ে ভাঙচুর করে দেখা যায়, তিনি ফাঁস দিয়েছেন।”
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/জা







