সার কারখানায় গ্যাসের দাম বাড়ল ১৩ টাকা

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম একলাফে বেড়েছে ১৩ টাকা। আগের ১৬ টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য করা হয়েছে প্রতি ইউনিটে ২৯.২৫ টাকা।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আরও পড়ুন: সার কারখানার গ্যাসের নতুন দর ঘোষণা বিকালে
গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা এবং বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। পরে বিইআরসির কারিগরি কমিটি দাম ২৯.৫ টাকা নির্ধারণের সুপারিশ করে।
এর আগে গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে। জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।
ভিওডি বাংলা/জা





