কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেম-গুঞ্জন

মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি তাদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো, কফিশপে আলাপ কিংবা ব্যক্তিগত কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সেই আলোচনা আরও জোরালো হয়।
এই সময়ে নীরবতা ভেঙে মুখ খুলেছেন ট্রুডোর প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার। এক পডকাস্টে তিনি বলেন, এসব গুঞ্জন তাকে প্রভাবিত করলেও তিনি তাতে অতিরিক্ত গুরুত্ব দিতে চান না। বরং বিতর্ক সরিয়ে সবাই যেন ভালো থাকেন-এই কামনাই তার।
পডকাস্ট সঞ্চালকও সোফির এই পরিপক্ব ও সংযত মনোভাবকে প্রশংসা করেন।

সোফি বলেন, “মানুষ হিসেবে নিশ্চয়ই এসব আমাদের ছুঁয়ে যায়, সেটা স্বাভাবিক। কিন্তু আপনি কীভাবে প্রতিক্রিয়া দেবেন-সেটাই মূল বিষয়। তাই আমি শব্দের বদলে সুর শুনতে চেষ্টা করি।”
মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ টেনে প্রাক্তন ফার্স্ট লেডি বলেন, জনসমক্ষে ছড়িয়ে থাকা নানা বিষয় মানসিক উদ্বেগ বাড়াতে পারে। তাই তিনি নিজের অনুভূতি-দুঃখ, হতাশা বা রাগ-চেপে না রেখে প্রকাশ করার স্বাধীনতা দেন নিজেকে।
পডকাস্টে এক পর্যায়ে উপস্থাপক ভুল করে তাকে ‘সিঙ্গেল মম’ বললে সোফি সঙ্গে সঙ্গে তা ঠিক করে দেন।
তার ভাষায়, “আমি মোটেও সিঙ্গেল মম নই। আমার সন্তানদের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্বশীলতা থাকা একজন বাবার (ট্রুডো) সঙ্গে আমার অংশীদারত্ব রয়েছে।”
গত জুলাইয়ে মন্ট্রিয়েলের একটি ডিনার ডেটে প্রথমবার কেটি পেরি ও ট্রুডোকে একসঙ্গে দেখা যায়। পরে ট্রুডো কেটি পেরির ‘লাইফটাইমস ট্যুর’-এর কানাডার এক কনসার্টেও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কেটি পেরি এই বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানেন। ব্লুমের সঙ্গে তিনি ছয় বছর ধরে বাগদত্ত অবস্থায় ছিলেন।
ভিওডি বাংলা/জা







