আয়কর রিটার্ন জমার সময় ১ মাস বাড়ল

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে। এবার করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। মূলত নিয়ম অনুযায়ী শেষ সময় ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআর সময় বাড়িয়েছে।
রোববার (২৩ নভেম্বর) এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
একজন এনবিআরের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৫-২৬ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার অনুরোধ বিবেচনায় এনে সময়সীমা বাড়ানো হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ইতিমধ্যেই ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এনবিআরের ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ বছর এনবিআর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে। তবে এ নিয়মের বাইরে থাকা করদাতারাও চাইলে ই-রিটার্ন জমা দিতে পারবেন।
বিদেশে থাকা করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে [email protected]এ আবেদন করলে তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠানো হয়।
ই-রিটার্নে কেবল আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য প্রদান করলেই Acknowledgement Slip এবং আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব। দেশের প্রতিটি কর অঞ্চল ও এনবিআরের কল সেন্টার (09643 71 71 71) থেকেও সরাসরি সহায়তা পাওয়া যাচ্ছে।
ভিওডি বাংলা/জা





