• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাকিবের সাথে একাদশে মাঠে নামছে রয়্যাল চ্যাম্পস

স্পোর্টস ডেস্ক    ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০২ পি.এম.
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আসরের শুরু থেকেই স্কোয়াডে থাকা সত্ত্বেও প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। তবে আজ আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামছে রয়্যাল।

টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আজমান টাইটান্স। বাংলাদেশ সময় বিকাল ৫:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এর আগে তিন ম্যাচে হেরে রয়্যাল চ্যাম্পস নামের পাশে কোনো পয়েন্ট নেই, ফলে তারা টেবিলের তলানিতে রয়েছে।

রয়্যাল চ্যাম্পস একাদশ:
জেসন রয়, নিরোসান ডিকভেলা, ব্রেন্ডন ম্যাকমুলেন, সাকিব আল হাসান, অ্যারন জোন্স, ড্যানিয়েল শামস, কুইন্টন স্যাম্পসন, ঋষি ধাওয়ান, ক্রিস জর্ডান, সঞ্জয় পাহাল, হায়দার রাজ্জাক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে
আইসিসি বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে
ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শ্রীলঙ্কা নয় ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি
বিপিএলে ইতিহাস শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি